ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে ২৮০ উপকার ভোগীদের মধ্যে ভাতা’র কার্ড বিতরণ
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে ২০২৫ সালের নতুন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মধ্যে ভাতা’র কার্ড বিতরণ করা হয়েছে । মঙ্গলবার ১২ আগষ্ট গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নতুন বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা এবং অসচ্চল প্রতিবন্ধী মোট ২৮০ জন উপকারভোগীদের মাঝে ভাতার কার্ড বিতরণ করা হয়।
ভাতার কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ছাতক উপজেলা সমাজসেবা অফিসার শাহ মোঃ শফিউর রহমান এবং উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও ইউনিয়নের প্রশাসক প্রনব লাল দাস।
এ সময় গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের বিদায়ী সচিব মোঃ বুরহান উদ্দিন, নব যোগদানকৃত ইউনিয়ন সচিব শুভ দাশ, ইউপি সদস্য মোঃ হেলাল আহমদ, মোঃ শায়েস্তা হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ আলমগীর কবির, মোঃ সুরেতাজ মিয়া, মোঃ সামছুল হক, মোঃ হোসাইন আহমদ লনি মোঃ ইয়াহিয়া, ইউপি সদস্যা মোছাঃ ছালেহা বেগম, মোছাঃ ইয়াছমিন আক্তার, পূর্ণিমা রানী দে, সমাজকর্মী মোঃ ফয়জুর রশীদ, ব্যাংক এশিয়ার কর্মকর্তা শামীম আহমদ, ইউনিয়ন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর তন্ময় দাস, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ সুজেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। ##