বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে জামায়াতের আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে বিশাল গণমিছিল ও সমাবেশ ঢাকা _২ আসনের ব্যারিস্টার ইরফান ইবনে আমান আমির নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল তারাকান্দায় বিএনপির বিজয় র‌্যালি রাজিবপুরে গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে বিভিন্ন দলের বিজয় র‌্যালি ছাতকে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত উখিয়ায় বিএনপির গণমিছিল জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জনসমুদ্রে। তারেক রহমান নতুন একটি বাংলাদেশ গড়তে চান: পুতুল। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাভারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ভূরুঙ্গামারীতে জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ রাজিবপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

সিলেটে ‘আয়নাঘর কালচার’ বিরোধী বার্তা উপাচার্যের: শহীদ সাংবাদিককে সম্মাননা, রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান

সেলিম মাহবুব, বিশেষ প্রতিনিধি:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৯ সময় দেখুন

সিলেটে ‘আয়নাঘর কালচার’ বিরোধী বার্তা উপাচার্যের: শহীদ সাংবাদিককে সম্মাননা, রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী বলেছেন, “বাংলাদেশে আর আয়নাঘর কালচার দেখতে চাই না।” তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের তৈরি করা আয়নাঘর গুম, খুন ও নির্যাতনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দেশে একটি নতুন পরিবর্তনের সূচনা হচ্ছে। সত্য বলার সাহসই সাংবাদিকতার মূল শক্তি।”

সোমবার (৪ আগস্ট) বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাব আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকতার ভূয়সী প্রশংসা

ড. সরওয়ার বলেন, “অনলাইন সাংবাদিকতা প্রযুক্তিনির্ভর একটি দ্রুতগতির মাধ্যম। এটি আর কেবল গণমাধ্যম নয়, এটি একটি সামাজিক বিপ্লবের হাতিয়ার।” তিনি শাবিপ্রবিতে সাংবাদিকতা বিভাগ খোলার পরিকল্পনার কথাও জানান।

শহীদদের স্মরণ ও বিচার দাবি

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, “২০২৪ সালের ১৯ জুলাই একদিকে আন্দোলন চলছিল, অন্যদিকে সাংবাদিক এটিএম তুরাবকে গুলি করে হত্যা করা হয়। আগস্ট মাসেও গণহত্যা চালানো হয়েছে। এসব হত্যার বিচার এখন সময়ের দাবি।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ, কিন্তু বাস্তবে তা হয়নি। এখন সময় এসেছে সেই স্বপ্ন বাস্তবায়নের।”

সম্মাননা ও পুরস্কার প্রদান

অনুষ্ঠানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের পরিবারকে সম্মাননা জানানো হয়। পাশাপাশি সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য ‘শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান করা হয় দৈনিক শ্যামল সিলেট-এর মাল্টিমিডিয়া রিপোর্টার আলী হায়দার সিদ্দিকী মিদুলকে।

শহীদ তুরাবের পরিবারের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন তাঁর বড় ভাই আবু জাবুর। নতুন সদস্যদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন এমএ রহিম।

নবীন সদস্যদের বরণ

অনুষ্ঠানে সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন ১৬ জন সদস্যকে সদস্যপদ সনদ ও ফুল দিয়ে বরণ করা হয়।

আয়োজকদের বক্তব্য

সভাপতির বক্তব্যে প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানে অনলাইন মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। অনলাইনে সাধারণ মানুষের মতপ্রকাশের সুযোগ বেড়েছে।”

সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য আফতাব চৌধুরী।

উপস্থিত ছিলেন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. কামরুল আলম, এমএ ওয়াহিদ চৌধুরী, দেবব্রত রায় দিপন, দেলোয়ার হোসেন মান্না, আব্দুল হান্নান, সুবর্ণা হামিদ, মো. তাইনুল ইসলাম, ইব্রাহিম খান রনি, ফাহিম আহমদ, শেখ জাবেদ আহমদ, খায়রুল আমিন রাফসান, মহছিন আহমদ রনি, নাহিদ আহমদসহ অনেকে।

অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD