রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম:

ইংল্যান্ডে বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলীর মন্ত্রিত্ব ত্যাগ

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৩ সময় দেখুন

ইংল্যান্ডে বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলীর মন্ত্রিত্ব ত্যাগ

যুক্তরাজ্যের লেবার পার্টি সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। গত শুক্রবার (৮ আগস্ট) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে পদত্যাগপত্রের ছবি প্রকাশ করেন।

২০২৪ সালের ৪ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে লেবার পার্টি বড় জয়ে ক্ষমতায় ফেরার পর, রুশনারা আলীকে গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তিনি টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে নির্বাচিত হন। ২০১০ সালে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে প্রবেশ করেন তিনি।

সম্প্রতি পূর্ব লন্ডনের নিজস্ব বাড়ি থেকে চারজন ভাড়াটিয়াকে উচ্ছেদ করে ভাড়া ৭০০ পাউন্ডে বৃদ্ধির অভিযোগের কারণে সমালোচনার মুখে পড়েন রুশনারা আলী। সমালোচকরা অভিযোগ করেন, একসময় ভাড়াটিয়াদের অধিকার রক্ষায় সোচ্চার থাকা এই রাজনীতিক নিজেই বিপরীত কাজ করেছেন। তবে তার ঘনিষ্ঠ সূত্র দাবি করে, বাড়িটি বিক্রির জন্য ভাড়াটিয়াদের সরানো হয়েছিল, পরে ক্রেতা না পেয়ে পুনরায় ভাড়া দেওয়া হয়।

প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মারকে দেওয়া চিঠিতে রুশনারা আলী লিখেছেন— “ভারাক্রান্ত মনে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। লেবার সরকারের প্রতি আনুগত্য সবসময় অটুট থাকবে। ভাড়াটিয়া বিষয়ে সবসময় আইন মেনে কাজ করেছি। তবে এই পরিস্থিতিতে মন্ত্রী হিসেবে থাকলে সরকারের কাজে ব্যাঘাত ঘটতে পারে, তাই পদত্যাগই শ্রেয় মনে করেছি।”

রুশনারা আলীর শিকড় সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের ভুরকি গ্রামে। সাত বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানেই পড়াশোনা ও রাজনৈতিক জীবন শুরু করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD