সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইল ডিবির ওসি শাহাদারা খান’র নেতৃত্বে একশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ কালিয়াকৈরে পৃথক স্থান থেকে দুই নারীর লাশ উদ্ধার দোয়ারাবাজারে বালুভর্তি মিনি ট্রাক ও বালু উত্তোলনকারী আটক ২ জন বিরলে এক বৃদ্ধের আ★ত্ম★হ★ত্যা বিরল পৌরসভার ওএমএস ডিলার নিয়োগে লটারী সম্পন্ন খুলনা রেঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ে পুলিশের বিশেষ মতবিনিময় সভাপতি শামীম ও সাধারণ সম্পাদক জসিম নির্বাচিত” সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ -২০২৫ ইং উপলক্ষে জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন স্বাস্থ্য কর্মকর্তা তারাকান্দায় কাকনী ইউনিয়নে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ছাতক সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১২০ সময় দেখুন
ছাতক সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ
ছাতক সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ

ছাতকের ছনবাড়ী-বাগানবাড়ি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ২১ নাগরিককে পুশইন করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) ভোরে নারী-পুরষ, শিশুসহ ২১ নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।পুশইনকৃত সকলেই বাংলাদেশী নাগরিক। যারা ইতোপূর্বে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গিয়ে বসবাস শুরু করে।

ছাতক-নোয়াকোট বিওপি’র আওতাধীন ছনবাড়ী-বাগানবাড়ি সীমান্ত এলাকা থেকে বিজিবি’র একটি টহল দল ভিন্ন-ভিন্ন পরিবারের মোট ২১ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে। বুধবার ভোরে তাদের আটক করে বিজিবি’র টহল দল।

আটককৃতদের মধ্যে রয়েছেন পুরুষ ৫ জন, নারী ১৪ জন ও শিশু ২ জন। আটক পরিবারের সদস্যরা সবাই সুনামগঞ্জ, সিলেট, সাতক্ষীরা, নড়াইল ও যশোর জেলার বাসিন্দা। আটককৃতদের ছাতক থানায় হস্তান্তর করেছে নোয়াকোট ক্যাম্পের বিজিবি।

আটককৃতরা হলো মোছাঃ মোমেনা খাতুন (৫০), পিতা- রমজান মোল্লা, মোছাঃ আমেনা খাতুন(৪০), পিতা-রমজান মোল্লা, মোছাঃ নাসিমা খাতুন (৩২), পিতা-রমজান মোল্লা মোছাঃ মিম খাতুন(১৯), পিতা- রমজান মোল্লা, গ্রাম:- রামপুর, ডাকঘর- রামপুর, থানা:-শার্শা, জেলা-যশোর।

মোঃ আশিকুল (৩৮), পিতা- মকবুল সরদার, মোছাঃ হালিমা (৩৫), পিতা-মনিরুল ইসলাম, গ্রাম বুরদপুর,ডাকঘর- লাঙ্গল দাহা,থানা- কালারুখা, জেলা- সাতক্ষীরা। মোছাঃ নাসিমা খাতুন (৪০), পিতা-ফজর আলী, ময়না খাতুন (২৩), পিতা-শরিফুল মোল্লা, গ্রামঃ কাউডেগা, ডাকঘর-কেরাগাছি, থানা- কালারুখা, জেলা-সাতক্ষীরা। মোঃ তোফায়েল (১৮), পিতা- হাসান মোল্লা, মোছাঃ লিলিমা খাতুন (৩৬), পিতা-মোঃ ইদ্রিস, গ্রাম পিরল, ডাকঘর-পিরালী, থানা- কালিয়া, জেলা-নড়াইল। মোঃ হাবিবুল্লাহ (৪২), পিতা-গোলাপ, মোছাঃ মোরশেদা (৩৫), পিতা- আফসার, মোঃ শাহরিয়ার (১৫), পিতা-মোঃ হাবিব উল্লাহ, মোছাঃ হাবিবা(১৩), পিতা-মোঃ হাবিব উল্লাহ, মোঃ নাবিল (৫মাস), পিতা-মোঃ হাবিব উল্লাহ,গ্রাম বাগডাঙ্গি, ডাকঘর-ধুলিয়ার, থানা-সাতক্ষীরা, জেলা- সাতক্ষীরা। মোছাঃ ফাতেমা (২৫), পিতা মোঃ মোস্তফা, মোঃ রোহান (০৭), পিতা মোঃ বরকত, গ্রাম-শিতল বাড়ি, ডাকঘর- পেরুপি, থানা- কালিয়া জেলা-নড়াইল। মোছাঃ তানজিমা (৩০), পিতা-মোঃ জলিল, গ্রাম সেতাই, ডাকঘর-গুগা, থানা- শর্শা জেলা- যশোর।

মোছাঃ সুমি (২৩), পিতা- মোঃ জলিল, গ্রাম- মাতারগ্ৰাম, ডাকঘর-ইছামতী, থানা-জকিগঞ্জ, জেলা- সিলেট। মোছাঃ ফাতেমা (২২), পিতা-শামসুদ্দিন, গ্রাম মুক্তিরগাঁও, ছাতক, সুনামগঞ্জ। মোছাঃ ফাহিমা (২৫), পিতা-শানুর, গ্রাম বদেশপুর, ডাকঘর- হাসমপুর, থানা- মোগলাবাজার, জেলা- সিলেট।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান, পুশইনকৃত ২১ জন নারী, পুরুষ ও শিশুকে থানায় হস্তান্তর করেছে বিজিবি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD