রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:

কক্সবাজারে বিএসটিআই ও উপজেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট: তিন প্রতিষ্ঠানকে মোট ১.২০ লক্ষ টাকা জরিমানা

কক্সবাজার প্রতিনিধি আমিন
  • আপডেটের সময়: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ সময় দেখুন
কক্সবাজারে বিএসটিআই ও উপজেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট: তিন প্রতিষ্ঠানকে মোট ১.২০ লক্ষ টাকা জরিমানা
কক্সবাজারে বিএসটিআই ও উপজেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট: তিন প্রতিষ্ঠানকে মোট ১.২০ লক্ষ টাকা জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), কক্সবাজার শাখা এবং উখিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আজ ৮ এপ্রিল ২০২৫ তারিখে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এই অভিযানে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ:

  1. মেসার্স জনি ফুড প্রোডাক্টস, কুতুপালং, উখিয়া:
    মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত চানাচুর উৎপাদন ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।

  2. মেসার্স হাকিম বেকারী, কুতুপালং, উখিয়া:
    ব্রেড ও বিস্কুট মোড়কজাত করে বিক্রি ও বিতরণ করার সময় প্রয়োজনীয় নিবন্ধন না থাকায় প্রতিষ্ঠানটিকে ২০,০০০/- টাকা জরিমানা করা হয়।

  3. মেসার্স মিষ্টি বেকারী, উখিয়া সদর:
    নিবন্ধন সনদ ছাড়াই বিস্কুট ও ব্রেড উৎপাদন ও বাজারজাত করায় প্রতিষ্ঠানটিকে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।

এই মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব যারীন তাসনিম তাসিন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উখিয়া উপজেলা, কক্সবাজার। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জনাব রঞ্জিত কুমার মল্লিক, ইন্সপেক্টর (মেট্রোলজি), বিএসটিআই, কক্সবাজার।

🔍 বিএসটিআই কর্তৃপক্ষ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পণ্যের মান বজায় রাখা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD