ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ঘটে গেছে এক ভয়াবহ ও লজ্জাজনক ঘটনা। পোষ্টমর্টেমের জন্য রাখা এক তরুণীর মরদেহকে ধর্ষণের অভিযোগ উঠেছে মর্গকর্মী (ডোম) আবু সাঈদের বিরুদ্ধে। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ময়মনসিংহের একটি এলাকার তরুণীর মরদেহ পোষ্টমর্টেমের জন্য মর্গে রাখা হয়েছিল। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পোষ্টমর্টেমের সময় সন্দেহজনক দাগ দেখতে পান। পরবর্তীতে নিশ্চিত হন, তরুণী মৃত্যুর পর যৌন নির্যাতনের শিকার হয়েছেন। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে জানান।
খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত মর্গকর্মী আবু সাঈদকে আটক করে। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মর্গে কর্মরত ছিলেন।
এ ঘটনায় চিকিৎসক, হাসপাতাল কর্তৃপক্ষ ও সাধারণ মানুষ গভীর ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। তারা বলছেন, “মৃতদেহের ওপর এমন পাশবিক নির্যাতন মানবতার সীমা অতিক্রম করেছে। যেখানে লাশও নিরাপদ নয়, সেখানে সমাজের নৈতিকতা প্রশ্নবিদ্ধ।”
পুলিশ জানায়, এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে।
মানবাধিকারকর্মীরা বলছেন, মৃতদের মর্যাদা রক্ষা ও হাসপাতাল-মর্গের নিরাপত্তা নিশ্চিতে কর্তৃপক্ষকে আরও কঠোর হতে হবে, যাতে ভবিষ্যতে এমন অমানবিক ঘটনা আর না ঘটে।