বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত জাতির মুক্তির সনদ রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গণ সমাবেশ অনুষ্টিত হয়। শনিবার (১৮ অক্টোবর ) দুপুরে তাহিরপুর উপজেলার স্টেডিয়াম মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। গণ সমাবেশে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক মো: বাদল মিয়া। তাহিরপুর উপজেলা বিএনপির ২য় যুগ্ন আহবায়ক আবুল হুদা এর সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের ধানের শীর্ষের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য, জননেতা আনিসুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সফিকুর রহমান, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ২য় যুগ্ন আহবায়ক এস এম রহমত, ৪র্থ যুগ্ন আহবায়ক জুলফিকার আলী ভূট্রো, মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ৩য় যুগ্ন আহবায়ক মো: মোশাহিদ তালুকদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক বলেন, হাওরকে বাঁদ দিয়ে উন্নয়ন করা সম্ভব নয়, তাই হাওরকে রক্ষা করতে হবে, কৃষককে রক্ষা করতে হবে, কৃ্ষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে, হাওরাঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাকে উন্নয়ন করা হইবে, আপনারা আমার জন্য দোয়া করবেন। তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট ও প্রচারপত্র বিতরণ করছি। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে। পিআর পদ্ধতি নয়, গণতন্ত্র মোতাবেক, ভোটের মাধ্যমে ধানের শীষকে নির্বাচিত করতে চায় জনগণ