নবীনগরেকাইতলা দক্ষিণ ইউনিয়ন কৃষকদলের গণসংযোগ ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে লিফলেট ও গণসংযোগ এবং দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কাইতলা দক্ষিণ জগেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
কাইতলা দক্ষিণ ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোঃ লতিফসরকার এর সভাপতিত্বে ও কাইতলা দক্ষিণ ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব, মোহাম্মদ আলম,
সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক,ও ব্রাহ্মণবাড়িয়া (৫) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, কে এম মামুনুর রশিদ,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়ীয়া জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক, মো: আল আমিন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব, মো: আনোয়ার হোসেন ( বাবুল)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, মো: দেলোয়ার হোসেন সরকার, নবীনগর উপজেলা বিএনপির সদস্য, মো: জাহাঙ্গীর আলম,কাইতলার দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি, সৈয়দ জুবায়ের আহামেদ মাসুদ, কাইতলা দক্ষিণ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক, সুবেহ সাদেক, দক্ষিণ কাইতলা ইউনিয়ন বিএনপির,যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দ ইয়াসিন,যুগ্ম সাধারণ সম্পাদক,ইসমাইল হাজারী,কাইতলা দক্ষিণ ইউনিয়ন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক, আবু নাছিম সরকার,কাইতলা দক্ষিণ ইউনিয়ন বিএনপি কোষাধ্যক্ষ মো: জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, সৈয়দ রৌফ বিএনপির নেতা কাজী এরশাদ, ইউনিয়ন যুবদলের সভাপতি, আবুল কালাম, যুবদল নেতা বশির আহামেদ সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে কে এম মামুনুর রশিদ বলেন,আপনাদের ভালোবাসায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে যদি মনোনীত করেন,ইনশাআল্লাহ আপনাদের সমস্ত দাবি দাওয়া এবং কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য আপনাদের পরামর্শ ক্রমে কাজ করে যাবো ইনশাআল্লাহ।