মোঃ দিদারুল হক মারুফ ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে গৌরবজনকভাবে জিপিএ-৫ (A+) অর্জন করেছে।
অন্যদিকে, তাঁর ভাই হাফেজ মোঃ এমদাদুল হক মাহফুজ ছাতক জালালিয়া ফাজিল মাদরাসা থেকে অংশগ্রহণ করে জালালিয়ার একমাত্র A+ প্রাপ্ত শিক্ষার্থী হিসেবে অনন্য কৃতিত্ব অর্জন করেছে।
তারা আপন দুই ভাই হলো সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের গোদাগাড়ী ও বর্তমানে ছাতক পৌর শহরের দক্ষিণ মন্ডলিভোগ মহল্লার বাসিন্দা। তাঁদের পিতা ছাতক সাব রেজিস্টার অফিসের দলিল লিখক ডাঃ মোঃ আব্দুল মমিন এবং মাতা গৃহিণী সামসুন নাহার বিলকিছ।
দুই ভাইয়ের এই যুগল সাফল্যের জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পিতা-মাতা, শিক্ষক-শিক্ষিকা, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি। ভবিষ্যতে মারুফ হতে চায় একজন সফল ব্যবসায়ী, আর মাহফুজ স্বপ্ন দেখছে উচ্চতর দ্বীনি শিক্ষায় নিজেকে প্রতিষ্ঠিত করার।
তারা উভয়েই সকলের দোয়া ও ভালোবাসার প্রত্যাশী।