সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নাসিরনগরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত ঢাকা–১৯ আসনে বিএনপি প্রার্থী ডা. সালাউদ্দিন বাবু ভাইয়ের সমর্থনে লিফলেট বিতরণে মাঠে ছাত্রদল নেতা মোশারফ হিমেল জীবননগরে সীমান্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত সিটি প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মাইদুল ইসলাম বহিষ্কার নাগরপুরে উপজেলা কিন্ডারগার্টেন এর বৃত্তি পরিক্ষা  ২০২৫ অনুষ্ঠিত  নড়াইলে বুড়িখালি গ্রামে দু’পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগরে ৭ম দিশারী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ইং অনুষ্ঠিত রহমানের নির্দেশে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে ড. ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে আনিসুল হকের পক্ষে উঠান বৈঠক নাসিরনগরে যুবদল নেতা মোহাম্মদ নাসির উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

উখিয়া-টেকনাফ: আব্দুল্লাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে মনোনয়ন প্রত্যাশার ঘোষণা সেলিম সিরাজীর

কক্সবাজার প্রতিনিধি আমিন
  • আপডেটের সময়: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৩০৬ সময় দেখুন
উখিয়া-টেকনাফ: আব্দুল্লাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে মনোনয়ন প্রত্যাশার ঘোষণা সেলিম সিরাজীর
উখিয়া-টেকনাফ: আব্দুল্লাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে মনোনয়ন প্রত্যাশার ঘোষণা সেলিম সিরাজীর

সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি, টেকনাফের বিএনপি নেতা জনাব আবদুল্লাহ আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেকে ঘোষণা করেছেন।
যদিও উখিয়া-টেকনাফের ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় চারবারের সাবেক সংসদ সদস্য, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি এবং আমাদের অভিভাবক জনাব শাহজাহান চৌধুরী দিন-রাত মাঠে কাজ করে যাচ্ছেন।
তবুও যদি জনাব আবদুল্লাহ নিজেকে যোগ্য মনোনয়নপ্রার্থী হিসেবে মনে করেন, তাহলে আমিও নিজেকে সেই প্রতিযোগিতায় সমানভাবে যোগ্য বলে বিবেচনা করি।

যোগ্যতার কারণ

👉 শিক্ষাগত যোগ্যতা ও ক্লিন ইমেজ
যদিও আবদুল্লাহ সাহেব নিজের নামের শেষে এলএলবি লেখেন, আমি আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছি।
সবচেয়ে বড় কথা, আমার পরিবারে কোনো ইয়াবা ব্যবসায়ী নেই। যেখানে আবদুল্লাহ সাহেবের দুই ভাই সাজাপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী এবং তার ভগ্নিপতি শীর্ষ ইয়াবা ব্যবসায়ী হিসেবে ক্রসফায়ারে নিহত হয়েছেন।
আমি বিশ্বাস করি—উখিয়া-টেকনাফের মানুষ আমার মতো ক্লিন ইমেজের প্রার্থীকে বেশি নিরাপদ ভাববেন।

👉 জনপ্রিয়তা ও ভোট ইতিহাস
আব্দুল্লাহ সাহেবের নিজ ভোটকেন্দ্রে কখনও ধানের শীষ প্রতীকের প্রার্থী বিজয়ী হয়নি। ২০১৮ সালের নির্বাচনে তার কেন্দ্রে ধানের শীষ পেয়েছিল মাত্র ৬ ভোট।
অন্যদিকে, আমার ভোটকেন্দ্রে ধানের শীষ সবসময় শক্ত অবস্থানে থেকেছে। এমনকি ২০১৮ সালের প্রতিকূল পরিস্থিতিতেও আমি চিফ এজেন্ট হিসেবে শাহজাহান চৌধুরী সাহেবকে জয়ী করতে পেরেছিলাম।

👉 ত্যাগ ও আন্দোলনের ইতিহাস
আমি একজন জুলাই আন্দোলনের যোদ্ধা। কক্সবাজারে রাজপথ থেকে গ্রেপ্তার হয়েছি, কারাগারে থেকেছি। আমার পরিবার রাজপথে নেমেছে, মিছিল করেছে।
আব্দুল্লাহ সাহেব বা তার পরিবারের এমন কোনো ত্যাগ বা অংশগ্রহণের তথ্য আমার জানা নেই।

👉 রাজনৈতিক অভিজ্ঞতা
২০১০ সালে জালিয়াপালং দক্ষিণ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি,
২০১৪ সালে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক,
২০১৬ সালে জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক,
পরবর্তীতে উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক,
২০১৮ সালে দপ্তর সম্পাদক এবং সর্বশেষ ২০২২ সালে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক পদমর্যাদায় দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছি।


শেষ কথা

আমাদের একক প্রার্থী হিসেবে জনাব শাহজাহান চৌধুরীই সবার কাছে গ্রহণযোগ্য।
যদি কেউ মনোনয়ন প্রত্যাশা করেন, তিনি নিজের যোগ্যতা প্রমাণ করুন।
আমি বিশ্বাস করি, উখিয়া-টেকনাফে আমার চেয়েও যোগ্য অনেকেই আছেন যারা মানুষের আস্থা অর্জন করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD