ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই মামলার আসামিসহ গ্রেফতার ৭
ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে সিএনজি ছিনতাই মামলার চারজন আসামি, নিয়মিত মামলার দুইজন আসামি ও এক ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে এসআই রাহিম, এসআই রেজাউল, এসআই সারোয়ার, এসআই বিন আমিন, এএসআই তোহা, এএসআই সাইফুর ও এএসআই মাসুদসহ পুলিশের একটি টিম অংশ নেয়।
অভিযানে ছাতক থানার মামলা নং-৩৩(৯)২০২৫-এর আসামি দোয়ারাবাজার উপজেলার দোয়ালিয়া ইউনিয়নের বাসিন্দা (বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড নরসিংটিলার রহিমা কলোনীতে বসবাসরত) মৃত লাল মিয়ার দুই ছেলে—জায়েদ আহমেদ (২১) ও তায়েদ আহমেদ (২০) গ্রেফতার হয়।
এছাড়া ছাতক থানার মামলা নং-০৪, তারিখ ০২/০৯/২০২৫-এর আসামি রাজারগাঁও গ্রামের ছায়াদ আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৪০), একই ইউনিয়নের গোদাবাড়ী গ্রামের আমির আলী (২৬), সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মো. নাছির উদ্দীনের পুত্র মোয়েদ আহমদ (৩৮) এবং আরও একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খান জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।