কলকলিয়া ইউনিয়ন আনসার ভিডিপি ক্লাব সমিতির উদ্যোগে সড়কের ভাঙ্গন মেরামত
কলকলিয়া ইউনিয়ন আনসার ভিডিপি ক্লাব সমিতির উদ্যোগে জগন্নাথপুর টু তেলিকোনা (চন্ডিঢহর) সড়কের সাংগিয়ারগাঁও গ্রাম এলাকার ভাঙ্গনে সংস্কার কাজ করা হয়েছে। যার ফলশ্রুতিতে এলাকাবাসী যানবাহনে ও পায়ে হেঁটে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করছেন।
সুনামগঞ্জের জগন্নাথপুর টু তেলিকোনা (চন্ডিঢহর) সড়কের সাংগিয়ারগাঁও গ্রাম এর পার্শ্ববর্তী এলাকায় সড়কের কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে কাদা-পানিতে একাকার হওয়ার পাশাপাশি ভাঙ্গনের সৃষ্টি হওয়ায় এই অংশ দিয়ে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছিল। এমনকি স্কুল -কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী সহ স্থানীয় জনসাধারণ পায়ে হেঁটে চলাচল করতে গিয়েও বির্ম্ভনার সম্মূখীন হয়ে পড়েছিলেন। এই সমস্যা নিরসনের লক্ষে জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন আনসার ভিডিপি ক্লাব সমিতির উদ্যোগে ২০ শে সেপ্টেম্বর রোজ শনিবার দুপুরেে এই সংগঠন সংশ্লিষ্টরা জগন্নাথপুর টু তেলিকোনা (চন্ডিঢহর) সড়কের সাংগিয়ারগাঁও গ্রাম এলাকার ভাঙ্গনে অর্থাৎ বড় বড় গর্ত গুলো বালি ও কংক্রিট দিয়ে ভরাট করেছেন। এখন যাত্রী বাহী যানবাহন ঝুঁকি বিহীন ভাবে ও পথচারীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করছেন। এই সংস্কার কাজে উপস্থিত থেকে কাজ করেছেন, ১নং কলকলিয়া ইউনিয়ন আনসার ভিডিপির দলনেতা ও শাহীন আলম ইউনূছ, আনসার ভিডিপি সদস্য সুমন আহমদ, সোয়েব আহমদ, মোজাহিম ইসলাম (ফুজাইল আহমেদ), শামসুল আলম,সুয়েব আহমদ, তামিম হোসেন , আলমগীর মিয়া ও নাসিম মিয়া।
এ ব্যাপারে ১নং কলকলিয়া ইউনিয়ন আনসার ভিডিপির দলনেতা ও ১নং কলকলিয়া ইউনিয়ন আনসার ভিডিপি ক্লাব সমিতি প্রধান শাহীন আলম ইউনূছ একান্ত আলাপকালে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, আমাদের এই সমিতির প্রতিষ্ঠালগ্ন চলতি ২০২৫ সালের ফেব্রুয়ারী থেকে আমরা আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমাদের নিজস্ব উদ্যোগে জগন্নাথপুর টু তেলিকোনা (চন্ডিঢহর) সড়কের সাংগিয়ারগাঁও গ্রাম এলাকার ভাঙ্গনে সংস্কার কাজ করেছি। অদূর ভবিষ্যতেও আমরা আর্তমানবতার সেবায় কাজ করে যাব। এজন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এই সড়কের সাদিপুর পয়েন্ট এলাকা হতে তেলিকোনা ( চন্ডিঢহর) পর্যন্ত বিশাল এলাকা জুড়ে কয়েক গজ পরপর বড় বড় গর্তের সৃষ্টি হওয়ার পাশাপাশি ভেঙে গেছে। যার ফলশ্রুতিতে জীবন জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে হাজার হাজার জনসাধারণ ও শিক্ষার্থীরা প্রতিনিয়ত যাতায়াত করছেন। বিধায় জনস্বার্থে দ্রুততার সহিত এই সড়ক এর সংস্কার কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন জানাচ্ছি।