লালপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত
লালপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২০ সেপ্টেম্বর) শনিবার বিকেলে নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সানোয়ার হোসেন ভিপি তুষারের সভাপতিত্বে ও নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোখতার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান হাসান। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। যেই ফ্যাসিবাদকে আমরা বিতাড়িত করেছি আবার সেই ফ্যাসিবাদ দেরকেই সঙ্গে নিয়ে আমাদের বিরুদ্ধে কঠোর ষড়যন্ত্র চলছে। আর এই ষড়যন্ত্র থেকে মুক্ত থাকার জন্য আমাদের যা যা করা প্রয়োজন তাই করতে হবে এবং লালপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল সেই লক্ষ্যেই কাজ করে যাবে বলে আমরা আশা করি।