খুলনার বটিয়াঘাটায় অনুষ্ঠিত হয়েছে নির্মানের দেবতা বিশ্বকর্মার পুঁজা
খুলনার বটিয়াঘাটা উপজেলায় প্রতি বছরের ন্যায় সনাতন ধর্মাবলম্বীদের নির্মানের দেবতা শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে । ১৭ সেপ্টেম্বর বুধবার দিনব্যাপী বিভিন্ন মন্দির ও সমিতি,মিল-কলকারখানা, ব্যবসায়ি-প্রতিষ্ঠান, দোকানে এবং ব্যক্তি উদ্দ্যোগ রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, বিভিন্ন যানবাহনের মালিকগণ নানা মাঙ্গলিক অনুষ্টানের মধ্যে দিয়ে পুঁজা অনুষ্ঠিত হয়েছে । শ্রী শ্রী বিশ্বকর্মা প্রাচীন যুগের শ্রেষ্ঠ নির্মাণকারী বা বর্তমান যুগের শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারও বলা যেতে পারে । বিভিন্ন শাস্ত্র মতে প্রাচীন যুগে শ্রীশ্রী বিশ্বকর্মা দেবতা স্বর্গের ইন্দ্রপ্রস্থ, বেহুলা লক্ষীনদারের লোহার বাসর, ভগবান শ্রীকৃষ্ণের দারোকা নগরী, ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের মূর্তি ও তৎকালীন সময়ে বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র নির্মাণ করে যুগে যুগে পুঁজিত হয়ে আসছেন । বটিয়াঘাটায় সর্ববৃহৎ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন হয়েছে ১নং জলমা ইউনিয়নের চক্রাখালী মল্লিকের মোড়ে বিলাস রায় চৌধুরীর মটর মেরামতের গ্যারেজে ।