তারাকান্দায় বালিখাঁ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
তারাকান্দায় বালিখাঁ ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল-২০২৫ আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলন ও কাউন্সিল উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক,তারাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক,ফুলপুর তারাকান্দার আগামী দিনের ধানের শীষের কান্ডারী জননেতা মোতাহার হোসেন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার সোবহান,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী আব্দুল বাতেন,আসাদুল হক মন্ডল,রাসেল মন্ডল,শামীম তালুকদার,রাকিব তালুকদার,তারাকান্দা উপজেলা যুবদল নেতা আবুল কালাম আজাদ।
নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মালেক আর্মি,যুগ্ম আহবায়ক ও নির্বাচন কমিশনার শহিদুল ইসলাম মন্ডল,যুগ্ম আহবায়ক ও নির্বাচন কমিশনার আশরাফুল আলম।
বালিখা ইউনিয়ন বিএনপির আহবায়ক এড.আব্দুল কাদিরের সভাপতিত্বে প্রথম অধিবেশন শুরু হয়।
দ্বিতীয় অধিবেশনে ৫৮৮ জন কাউন্সিলর ভোট দেন প্রার্থীদের।
সন্ধ্যায় নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক মোতাহার হোসেন তালুকদার।
নির্বাচনে সভাপতি পদে সোহরাব আলী ও সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম সরকার এবং সাংগঠনিক সম্পাদক পদে আবু রায়হান লেহাজ ভোটে নির্বাচিত হয়।