আল মামুন সরকার চতুর্থবারের মত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত।
ভাল কাজের স্বীকৃতি স্বরুপ ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার।
এ নিয়ে তিনি চতুর্থবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
ওসি আল মামুন সরকার ধোবাউড়া থানায় যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একের পর এক মাদক উদ্ধার, ভারতীয় চোরাচালান উদ্ধার করে প্রশংসা কুড়িয়েছেন। জিআর ওয়ারেন্ট ভুক্ত সিআর ওয়ারেন্ট ভুক্ত আসামীদের ধরে আদালতে পেরন করাসহ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে প্রসংশা কুড়িয়েছেন।গত ৫ আগস্টের পর ধোবাউড়া থানায় যোগদান করেন ওসি আল মামুন সরকার। যোগদানের পর থেকে কোন রকম হয়রানি ছাড়া মানুষকে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন। ধোবাউড়া থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। তারই স্বীকৃতি হিসেবে চারবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। আগস্ট মাসের অপরাধ সভা পর্যালোচনা করে। সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়ে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
ধোবাউড়া থানায় যোগদান পর তিনিই প্রথম ৪বার আল-মামুন সরকার, জেলার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।