পল্লী বিৎদ্যুতের কর্মীরা গণছুটিতে হওয়ায় বিপাকে পড়েছে গ্রাহকেরা
গোয়াইনঘাটে পল্লী বিদ্যুতের কর্মীরা গণছুটিতে থাকায় জরুরী সেবা থেকে গ্রাহকরা বঞ্চিত রয়েছেন। দুর্ঘটনার শঙ্কা দেখা দিলেও পাওয়া যাচ্ছেনা কর্মকর্তা-কর্মচারীদের।
জানা যায়, ২০২৪ সালের জানুয়ারী থেকে বাংলাদেশ পল্লী বিদ্যুত এসোসিয়েশনের কর্মকর্তা কর্মচারীরা গ্রামীণ জনগোষ্ঠীর মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিতের লক্ষে আন্দোলন করে আসছেন। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় ৭ সেপ্টেম্বর থেকে চলছে গণছুটি। ফলে দুর্ভোগ ও শঙ্কায় পড়েছেন গ্রাহকরা।
গোয়াইনঘাটে বিভিন্ন বাড়ির উপর দিয়ে রয়েছে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন। সামান্য বাতাসে আগুন জ্বলে উঠলে ফোনে পাওয়া যাচ্ছেনা কাউকে। তালা ঝুলছে অফিসে। গ্রাহকরা তাদের বাসায় গিয়েও পাচ্ছেন না। বিদ্যুৎ বিড়ম্বনায় যে কোন সময় জানমালের সমুহ ক্ষতির শঙ্কা বিদ্যমান রয়েছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট সাব জোনাল অফিসের এজিএম শহিদুল ইসলামকে অনেকবার ফোন দেয়ার পর তিনি বলেন, কোন লাইনম্যান কর্মকর্তা কর্মচারী নেই। গ্রাহকরা শুধু সেবা বঞ্চিত নয়, জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন। বিষয়টি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেয়া প্রয়োজন।