ছাতকে পুলিশের অভিযানে ভারতীয় মদ ও মোটরসাইকেলসহ গ্রেফতার ৩
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে এসআই মো. রোমেন মিয়া ও পুলিশের একটি টিম পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব নোয়ারাই এলাকার ফুটবল মাঠের পাশ থেকে অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় মদ ও একটি টিভিএস মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পূর্ব ঘিলাতলী গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে মো. নুর আলী (২৪), নরশিংপুর ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. মিলন মিয়া (২০) এবং আলহাজ আলীর ছেলে মো. উসমান আলী (২৮)।
তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ AC Black ও Officer’s Choice (রাম) মদ জব্দ করা হয়। এ ঘটনায় এসআই মো. রোমেন মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান জানান, গ্রেফতারকৃতদের মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে।