রাজিবপুরে বিদ্যুতের দাবীতে মানববন্ধন
বিদ্যূতের সুষম বন্টনের দাবীতে বৃহ্সপতিবার দুপুর সাড়ে বারটায় কুড়িগ্রামের রাজিবপুর বাজারে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
রাজিবপুর সচেতন নাগরিক কমিটির ব্যানারে উক্ত কর্মসুচি পালন করা হয়।এতে বক্তব্য রাখেন,প্রভাযক রোস্তম মাহমুদ লিখন,ছাত্রদলের সভাপতি মোখলেছুর রহমান,ছাত্রনেতা হান্নান ও আবীর প্রমুখ।
বক্তরা জানান,পার্শ্ববর্তি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ ও রৌমারীতে ঠিকঠাক মত বিদ্যুৎ সরবরাহ থাকলেও রাজিবপুর থাকে মাত্র ৩/৪ঘন্টা।
ফলে রাজিবপুরের সর্বস্তরের জনসাধারণ বিদ্যুতের কারনে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে।
বিদ্যুতের এই লোডশেডিং ব্ন্ধ না হলে আগামীতে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ বড় ধরনের কর্মসূচীর ঘোষণায় হুশিয়ারী দেন তারা।
আতাউর রহমান
০১৭১৬৩৪৩০৯৩