মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈর কংক্রিট মিক্সার গাড়ির চাকায় পৃষ্ট হয়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু বেগম খালেদা জিযার রোগ মুক্তির কামনায় বিএনপির প্রার্থী আনিসুল হকের দোয়া ও আলোচনা সভা খালেদা জিয়ার সুস্থতা কামনায় কয়ছর এম আহমদ এর নির্দেশনায় জগন্নাথপুরে মিলাদ ও দোয়া মাহফিল কলকলিয়া ইউনিয়ন আনসার ভিডিপি ক্লাব সমিতির উদ্যোগে সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন উদ্দেশ্যমূলক অপপ্রচারের শিকার বাবুল মিয়া খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নাসিরনগরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত ঢাকা–১৯ আসনে বিএনপি প্রার্থী ডা. সালাউদ্দিন বাবু ভাইয়ের সমর্থনে লিফলেট বিতরণে মাঠে ছাত্রদল নেতা মোশারফ হিমেল জীবননগরে সীমান্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত সিটি প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মাইদুল ইসলাম বহিষ্কার নাগরপুরে উপজেলা কিন্ডারগার্টেন এর বৃত্তি পরিক্ষা  ২০২৫ অনুষ্ঠিত 

জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে অটোরিকশা স্ট্যান্ডে শিক্ষার্থীদের ভোগান্তি

জামালগঞ্জ প্রতিনিধি:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ সময় দেখুন

জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে অটোরিকশা স্ট্যান্ডে শিক্ষার্থীদের ভোগান্তি

সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অটোরিকশা ও অন্যান্য যানবাহন অবৈধভাবে দাঁড়ানোয় প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে শিক্ষার্থীদের চলাফেরায় বিঘ্ন ঘটছে এবং বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

১১ সেপ্টেম্বর বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ জমা দিয়েছে। অভিযোগে বলা হয়, স্কুলগেটের সামনে চালকরা স্থায়ী স্ট্যান্ড গড়ে তুলেছে। অনেক সময় তারা শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করে, এমনকি শারীরিকভাবে নির্যাতনের ঘটনাও ঘটেছে।

শিক্ষার্থীদের অভিযোগ— দৈনন্দিন যাতায়াতের জন্য অধিকাংশ শিক্ষার্থী অটোরিকশার ওপর নির্ভরশীল হলেও, ভাড়া অর্ধেক হওয়ার কারণে অনেক চালক তাদের তুলতে অনীহা প্রকাশ করেন এবং অপমানজনক আচরণ করেন। এতে ছাত্র-ছাত্রীরা নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছে।

অভিভাবক ও স্থানীয়রা জানান, প্রতিনিয়ত যানজট ও বিশৃঙ্খলার কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। তাই দ্রুত স্কুলের সামনে থেকে অটোরিকশা ও অন্যান্য যানবাহন সরিয়ে দেওয়ার দাবি জানান তারা। উল্লেখ্য, এর আগে এক চালকের হাতে শিক্ষার্থী মারধরের ঘটনায় থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান বলেন, “শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি আমরা অনেক দিন ধরেই লক্ষ্য করছি। অটোরিকশার কারণে যানজট হচ্ছে, স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। ইতোমধ্যে বিষয়টি প্রশাসনকে জানিয়েছি, আশা করি দ্রুত সমাধান হবে।”

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগ হাতে পেয়েছেন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD