জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে অটোরিকশা স্ট্যান্ডে শিক্ষার্থীদের ভোগান্তি
সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অটোরিকশা ও অন্যান্য যানবাহন অবৈধভাবে দাঁড়ানোয় প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে শিক্ষার্থীদের চলাফেরায় বিঘ্ন ঘটছে এবং বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
১১ সেপ্টেম্বর বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ জমা দিয়েছে। অভিযোগে বলা হয়, স্কুলগেটের সামনে চালকরা স্থায়ী স্ট্যান্ড গড়ে তুলেছে। অনেক সময় তারা শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করে, এমনকি শারীরিকভাবে নির্যাতনের ঘটনাও ঘটেছে।
শিক্ষার্থীদের অভিযোগ— দৈনন্দিন যাতায়াতের জন্য অধিকাংশ শিক্ষার্থী অটোরিকশার ওপর নির্ভরশীল হলেও, ভাড়া অর্ধেক হওয়ার কারণে অনেক চালক তাদের তুলতে অনীহা প্রকাশ করেন এবং অপমানজনক আচরণ করেন। এতে ছাত্র-ছাত্রীরা নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছে।
অভিভাবক ও স্থানীয়রা জানান, প্রতিনিয়ত যানজট ও বিশৃঙ্খলার কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। তাই দ্রুত স্কুলের সামনে থেকে অটোরিকশা ও অন্যান্য যানবাহন সরিয়ে দেওয়ার দাবি জানান তারা। উল্লেখ্য, এর আগে এক চালকের হাতে শিক্ষার্থী মারধরের ঘটনায় থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান বলেন, “শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি আমরা অনেক দিন ধরেই লক্ষ্য করছি। অটোরিকশার কারণে যানজট হচ্ছে, স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। ইতোমধ্যে বিষয়টি প্রশাসনকে জানিয়েছি, আশা করি দ্রুত সমাধান হবে।”
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগ হাতে পেয়েছেন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।