ডাকসু নির্বাচনে ছাত্রদলের পক্ষে পোস্ট, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি প্রত্যাহার।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্রার্থীদের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তার স্থলে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে পদায়ন করা হয়েছে।
জানা গেছে, ওসি মোজাফফর হোসেন ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছাত্রদলের তিন প্রার্থীর ব্যালট নম্বর উল্লেখ করে শুভকামনা জানানোর পোস্ট দেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
তবে ওসি দাবি করেছেন, তার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।