ছাতকের মোঃ নবীন হোসেন (৩০) লিবিয়া থেকে গেইমে সাগর পথে ইতালি পৌছেই মৃত্যুবরণ করেছেন। ইতালিয়ান পুলিশ (গার্ডিয়া কোষ্টিয়েরা) তাকে মৃত অবস্থায় সোমবার রাতে ভূমধ্যসাগরের কিনার থেকে উদ্ধার করেছে। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মোঃ নবীন হোসেন ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের খাসগাঁও গ্রামের মোঃ মোবারক আলীর পুত্র।
মোঃ নবীন হোসেনের মামা খাসগাঁও গ্রামের আব্দুর রউফ তার মৃত্যু সংবাদটি নিশ্চিত করে জানান, তিন মাস আগে সে লিবিয়া গিয়েছিলো। ৩ দিন আগে সে লিবিয়া থেকে গেইমে
সাগর পথে ইতালির উদ্দেশ্যে পাড়ি জমায়।ইতালি পৌঁছেছে সে, কিন্ত লাশ হয়ে।