লিফলেট বিতরণ কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শ্রী বরটিয়া এলাকায় বিএনপি’র ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে লিফলেট বিতরণ কর্মসূচী শেষে আলোচনা সভার আয়োজন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী রবিউল আওয়াল লাভলু।
অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপি’র সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে এবং মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু। তিনি তার বক্তব্যে বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করবে। দলের স্বার্থে কোনো ভেদাভেদ নেই।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
নাগরপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি নিয়ামত আলী সুইট,
যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মো. ফারুক আহমেদ খান,
নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন,
সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা।
সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সুরুজ মিঞা, সাবেক জিএস নুরুজ্জামান রানা, যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, উপজেলা ওলামা দলের সভাপতি আবু বকর, গয়হাটা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম হেলাল, গোলাম মওলা মোস্তফা, ইমন, রাজিব, শামছুল, মাহবুব, শফিকুল, উপজেলা সাইবার দলের সাধারণ সম্পাদক রাসেল খানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে খামার ধল্লা ও সুদামপাড়া বাজারে লিফলেট বিতরণ এবং চা-চক্রের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।