নবাগত জেলা প্রশাসকের সাথে সার কারখানা শ্রমিক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক সরোয়ার আলমের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানার শ্রমিক নেতারা। এ সময় তারা ফুলেল শুভেচ্ছা জানান এবং একই সঙ্গে স্থগিত সিবিএ নির্বাচন দ্রুত সম্পন্ন করার দাবিতে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি হস্তান্তর করেন।
বুধবার (২৭ আগস্ট ২০২৫) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, “আপনার সততা ও সাহসিকতা সর্বজনবিদিত। আপনার আগমনে সিলেটবাসী নতুন আশার আলো দেখতে পাচ্ছে।” তারা আরও জানান, এসএফসিএলের সকল শ্রমিক-কর্মচারীর পক্ষ থেকে আমরা আশা করছি আপনি একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ সিবিএ নির্বাচন আয়োজন করবেন।
জেলা প্রশাসক নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং ভোটের মাধ্যমে প্রতিনিধিত্ব নির্বাচনের গুরুত্ব তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত নির্বাচন সম্পন্ন করার আশ্বাস দেন।
সভাপতি পদপ্রার্থী নাঈমুল করিম খসরু ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী হারুন অর রশিদের নেতৃত্বে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতৃবৃন্দ সাহেদুল ইসলাম জাসলু, আবু শামীম, মইনুদ্দিন, সোহেল চিশতি, আরিফ আহমেদ, মোজাম্মেল হক রুহেল, এজাজুর রহমান ইমন, মাসুদ রানা, মনিরুজ্জামান, ওবায়দুল হক প্রমুখ।