ধোবাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া উত্তর রাণী পুর ও পুরাকান্দুলিয়ায়, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ ২৭আগস্ট বুধবার বিকালে উপজেলার দক্ষিনমাইজপাড়া ইউনিয়নের উত্তর রাণীপুর গ্রাম ও পোড়াকান্দলিয়া ইউনিয়নের দুধনই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো উত্তররাণীপুর গ্রামের মনির হোসেনের ছেলে তামিম(২) ও দুধনই গ্রামের হুমায়ূনের ছেলে হোসাইন (২)। এ সময় গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
জানা যায়, শিশু দুটির পরিবার অন্যকাজে ব্যস্ত থাকার সুযোগে বাড়ির পাশে পুকুরে ডুবে শিশু দুইটি মারা যায়। পরে পরিবারের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এসে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু হয়েছে বলে জানায়।
এ বিষয়ে ডা, সেলিম রেজা সাংবাদিকদের কে জানান, শিশু দুটির হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই মৃত্যু হয়েছে।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, এই আমাকে কেউ জানায়নি,বিষয়টি খুজ নিয়ে দেখব।