গোমস্তাপুরে সাপে কামড়ে নারীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সাপের কামড়ে শামীমা বেগম (৩৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শামীমা বেগম বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।