নাটোরে আবারও রেললাইন ভাঙা, পাটের বস্তা গুঁজে ট্রেন চলাচল
নাটোরে লালপুর উপজেলার গোপালপুর এলাকায় রেললাইন ভাঙার ঘটনা ঘটেছে। এ সময় বস্তা গুঁজে ধীর গতিতে ট্রেন চলাচল করে। পরে ভাঙা রেললাইনটি মেরামত করে রেল কর্তৃপক্ষ।
সোমবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আজিমনগর রেলস্টেশন এলাকার মহিষাখোলা রেলব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে স্থানীয়রা বাড়ি ফেরার পথে গোপালপুর পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ ও কবরস্থানের পাশে রেলওয়ের ব্রিজের পাশে ৮ ইঞ্চি ভাঙা দেখতে পায়। পরে বিষয়টি স্টেশন মাস্টারকে জানালে দ্রুত ঘটনাস্থলে এসে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচলের জন্য ভাঙা অংশে পাটের বস্তা গুঁজে দেওয়া হয়। এ সময় ঘন্টায় ৫ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে। পরে রাতেই শ্রমিকরা ভাঙা স্থানে মেরামত কাজ শেষ করে। বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
আজিমনগর রেলওয়ে স্টেশনের মাস্টার কামরুল ইসলাম বলেন, ‘ভাঙা স্থানে তৎক্ষণিকভাবে বস্তা গুঁজে ধীর গতিতে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়।’ এবং রাতেই ভাঙা স্থান মেরামত করা হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।