বিরলে জীবন মহলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
দিনাজপুরের বিরলে অবস্থিত জীবন মহল ফ্যামিলি পার্কের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে হওয়া অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৬ আগস্ট (মঙ্গলবার) পার্ক প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ড. আনোয়ার চৌধুরী জীবন বলেন, তিনি দীর্ঘ দুই যুগ ধরে এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে রয়েছে—ফ্রি অ্যাম্বুলেন্স সেবা, ভ্রাম্যমাণ চিকিৎসা কার্যক্রম, বিনামূল্যে ওষুধ ও চক্ষু চিকিৎসা, শীতবস্ত্র বিতরণ, দরিদ্র মানুষের মাঝে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান ইত্যাদি।
তিনি অভিযোগ করেন, গত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার পর থেকে তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। এরই ধারাবাহিকতায় ১৮ আগস্ট জীবন মহল রিসোর্টে পরিকল্পিতভাবে একটি ঘটনা সাজানো হয়। রিসোর্টে সব নিয়ম মেনে বোর্ডারদের জাতীয় পরিচয়পত্র যাচাই ও তথ্য লিপিবদ্ধ করার পরও, প্রশাসন হঠাৎ উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কর্মচারীদের সাজা দেয়। অথচ প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।
ড. জীবন আরও দাবি করেন, কিছু মহল ভাড়া করা লোক দিয়ে প্রতিষ্ঠান ভাঙচুরের হুমকি দিচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ প্রচারণা চালাচ্ছে। তিনি জানান, আগামী বৃহস্পতিবার দুপুর ২টায় পার্কের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিরল উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।