ছাতকে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
ছাতকে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ নানা আয়োজনে উদযাপনের পর সমাপ্ত হয়েছে। সপ্তাহের কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়ে রবিবার বিকেলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।
এই সময়ে আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচি—এর মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা এবং মাছ চাষের জন্য পুকুরের পানির গুণগত মান পরীক্ষা।
সমাপনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আল আমিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সেলিম মাহবুব ও সাকির আমিন, কার্যালয়ের কম্পিউটার মুদ্রাক্ষরিক শামিম আহমদ, অফিস সহকারী মামুন মিয়া, ছাতক বাজার মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. জিলানী, সহ-সভাপতি আবুল কালাম এবং সদস্য আছাদ মিয়া, ইকবাল হোসেন, আনা পাশা, জমির হোসেন, ছালেহ আহমেদ, খসরু মিয়া, কুতুব উদ্দিন, সাদ মাহমুদসহ আরও অনেকে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রাথমিক স্তরে বিজয়ীরা: ১ম দেবযানী তরফদার অঙ্কুশ (৫ম শ্রেণি), ২য় রাই দাস (৪র্থ শ্রেণি), ৩য় সুরেশ সিংহ (৫ম শ্রেণি)।
মাধ্যমিক স্তরে বিজয়ীরা: ১ম দেবযানী রায় (৭ম শ্রেণি), ২য় কথা দাস (৭ম শ্রেণি), ৩য় প্রত্যাশা আচার্য (৮ম শ্রেণি)।
বড় গ্রুপে বিজয়ীরা: ১ম রুহিত ধর (৯ম শ্রেণি), ২য় সৃষ্টি দেবনাথ (৯ম শ্রেণি), ৩য় অধরা দেবনাথ (৯ম শ্রেণি)।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উৎসাহ ও উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।