এমসি কলেজ ছাত্রদলে নতুন দায়িত্বে গোয়াইনঘাটের আবিদুর
সিলেটের সরকারি মুরারিচাঁদ (এমসি) বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গোয়াইনঘাটের আবিদুর রহমান।
আবিদুর রহমান দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত। ২০২২ সাল থেকে তিনি ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি নেতৃত্বের পরিচয় দিয়েছেন।
দায়িত্ব পাওয়ার পর তিনি মহানগর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে আল্লাহর প্রতি শুকরিয়া প্রকাশ করে বলেন, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করা এবং সংগঠনকে আরও শক্তিশালী করাই হবে তার মূল লক্ষ্য।
নতুন এই দায়িত্বে আবিদুর রহমানের অন্তর্ভুক্তি ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তৈরি করেছে।
প্রসঙ্গত, ২০ আগস্ট সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি অ্যাষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের স্বাক্ষরে এমসি কলেজ ছাত্রদলের ১৮১ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।