রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলভীবাজারে মাওলানা আব্দুল আজিজ (রহ.) এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি–২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম দিনাজপুর-০২ আসনে ধানের শীষের প্রচারণায় ছাত্রদলের সমন্বয়কের দায়িত্ব পেলেন তাইয়েবুল ইসলাম নেত্রকোণা- ৪ প্রার্থীতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বীরগঞ্জে গলা কে*টে হ*ত্যা মামলায় বড় অগ্রগতি, র‍্যাবের অভিযানে খুলনা থেকে আসামি গ্রেফতার। গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র উপহার পেল পিছিয়ে পড়া জনগোষ্ঠী মৌলভীবাজারে বৃটেন প্রবাসী আজাদ হুসাইনের অর্থায়নে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ নড়াইলের কালিয়ায় ইট ভাটায় ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস’র নেতৃত্বে অভিযান ২ লাখ টাকা জরিমানা ইসলামী আন্দোলনের নেতা ইয়াবা সহ গ্রেফতার নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা

জমিয়ত: ঐক্যের ভাবনা বর্তমান রাজনৈতিক অবস্থা –

শাব্বীর আহমদ শিবলী বিশেষ প্রতিবেদক হবিগঞ্জ
  • আপডেটের সময়: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৫৩ সময় দেখুন

জমিয়ত: ঐক্যের ভাবনা বর্তমান রাজনৈতিক অবস্থা –

২০০১ সাল এর অবস্থা এবং ২০২৫ সালের অবস্থা এক নয়।

তখনকার  সময়ে চারদলীয় জোট গঠন করা ছিল সময়র প্রয়োজে । আওয়ামীলীগ সরকার আলেম ওলামাদের উপর জুলুম নির্যাতনের ফলে এবং দূর্নীতি স্বজনপ্রীতি দলীয় আধিপত্যের করালগ্রাসে দেশছিল নিমজ্জিত। তখন মানুষ এ থেকে বাঁচতে এরকম একটা ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাকে প্রতিহত করে নতুন একটি জনবান্ধব ও সর্বদলীয় সরকার চাওয়া পাওয়ার দাবি ছিল।

তখন বিএনপি সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন ব্যাতীত মোকাবেলা করার উপায় ছিল না। সেই সময়ে জমিয়ত সর্বশেষে চারদলীয় ঐক্যজোটের ইসলামী ঐক্যজোটের অন্তর্গত হিসেবে জোট গত নির্বাচনে অংশগ্রহণ করেছিল । এটি তখনকার সময়োপযোগী ছিল। এবং দুটি আসন পেয়ে সংসদে প্রতিনিধিত্ব করেছে।।
মরহুম মুফতী ওয়াক্কাস রহ যশোর -৫ ও পরবর্তীতে উপনির্বাচনে এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী সুনামগঞ্জ -৩ আসনে জমিয়তের এমপি ছিলেন।
জনগণ সময়ের পরিপ্রেক্ষিতে সেটি মেনে নেয়। যদি ও কিছু ইসলামী দল নারী নেতৃত্ব মেনে নেয়ার কথা বলে জমিয়ত ও অন্যান্য ইসলামী দলের কতো সমালোচনা করেছিল এখনও করেছেন। এবং এটিকে পুঁজি করে আওয়ামীলীগের ছত্রছায়ায় গত পনের বছর দলকে গুছিয়ে আজ নিজেকে বড় দল দাবি করছেন ।

সেই পনের বছর কোন দলই আওয়ামী তাঁবেদারি দল ব্যতীত  আন্দোলন সংগ্রাম দলীয় কার্যক্রম করতে পারিনি । অনেক দলের ভিত সে-ই সময়ে নড়বড়ে হয়েগিয়েছিল দলের সক্রিয় মিটিং সমাবেশ আন্দোলন করতে না পারায়।

ইন্টেরিম সরকার কে ধন্যবাদ দেয়া উচিত। বর্তমান সময়ে স্বাধীন মতামত ও দলীয় কার্যক্রম পরিচালনার সুযোগ দেয়ার ফলে আজ বিভিন্ন দল এবং জমিয়ত সকলের দ্বারে দ্বারে পৌঁছাতে সক্ষম হয়েছে।
এখন জমিয়ত ও খেজুর গাছ মার্কা অনেকেই চেনে যা এর আগে প্রায় অনেক জায়গায় অস্তিত্ব ছিল না।

এই মুহূর্তে মাঠের অবস্থা হলো বিতর্কিত দল, যারা অতীতে দেশ পরিচালনা করে জনগণের কাছে দুর্নীতি এবং স্বজন প্রীতির কারণে ঘৃণার ও  ধিক্কারের পাত্র হয়েছে। সেই দলের সাথে বা সেই রকমের কোন দলের সাথে যদি সম্পৃক্ত হয়ে ঐক্যবদ্ধ নির্বাচন করে । তাহলে জনগণ প্রত্যাখ্যান করার সম্ভাবনা বেশি।

জামাতের সাথে আকিদাগত ও আদর্শীক অমিলের কারণে ঐক্যবদ্ধ নির্বাচন যদি নাও করা যায় এর মানে এই নয় বিতর্কিত দলের সাথে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে হবে। এটি মাঠ পর্যায়ে অনেকের সাথে যোগাযোগ করা হলে এর ঘোর বিরোধী। তাঁরা চাঁন জমিয়ত
সমমাননা ইসলামী দল ও আদর্শিকভাবে মিলগত দলের সাথে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করুক । সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষা ও তৃনমুলের নেতা কর্মীদের চাওয়া এরকমই।

তাও যদি না হয় এককভাবে দলীয় প্রতীকে নির্বাচন অংশগ্রহণ করুক।  এতে দলের পরিচিত জনপ্রিয়তা আদর্শ সমাজের সকল স্তরের নিকট পৌঁছে যাবে।  এতে ভবিষ্যতে দলের জন্য কল্যাণের পথ সুগম হবে। আপসহীন অনুসরণীয় দেশ ও জাতির দলীয় আদর্শের কাছে মাথা নত না করার কারণে দলের জন্য ভবিষ্যত উজ্জ্বল হবে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আস্থা ও বিশ্বাস আছে। জমিয়ত ইসলাম দেশ জাতি ও দলের জন্য কল্যাণকর সিদ্ধান্ত নিবেন।।
ইনশাআল্লাহ!

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD