নবীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সরকারি পাইলট স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রেসক্লাব চত্বরে পথসভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহামেদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব তোজাম্মেল হক বকুল। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ. মান্নান। তিনি বলেন, “স্বেচ্ছাসেবক দল স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের সংকটময় মুহূর্তে জনগণের পাশে থেকে কাজ করেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সুক্কুর খান, জিয়াউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারী, সদস্য সচিব আবু কাউছার আহামেদ, যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাইজিদ বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোমেন মৃধা, সদস্য সচিব মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনন্ত হিরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল সর্বস্তরের মানুষের পাশে থেকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করছে এবং আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।