মোহনগঞ্জে নবযোগদানকৃত ইউএনও’র মতবিনিময় সভা
নেত্রকোণার মোহনগঞ্জে বুধবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হলে উপজেলা প্রশাসনের আয়োজনে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা খাতুনকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বৈষম্য বিরোধী আন্দোলনের স্থানীয় ছাত্র প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন সভাপতিত্ব করেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের সঞ্চালনা করেন। আলোচনায় বক্তব্য রাখেন—মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম, মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মোফাজ্জল হোসেন সবুজ, বীর মুক্তিযোদ্ধা আহম্মেদ আলী চৌধুরী হীরা প্রমুখ।
আলোচনা সভার শুরুতে উপস্থিত প্রত্যেকে স্ব-স্ব পরিচয় দেন। এরপর ইউএনও আমেনা খাতুন সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। তিনি বলেন—
“আমি আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। আমার বিশ্বাস, আগের কর্মকর্তাকে যেভাবে সহযোগিতা করেছেন আমাকেও একইভাবে সহযোগিতা করবেন।”