বীরগঞ্জ ও কাহারোলে ১৩০টি টিউবওয়েল বিতরণ করলেন মোঃ মতিউর রহমান
দিনাজপুরের বীরগঞ্জ ও কাহারোল উপজেলার অসহায় ও দরিদ্র পরিবারের জন্য বিশুদ্ধ পানির সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে নিজ উদ্যোগে ১৩০টি টিউবওয়েল বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ মতিউর রহমান।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলা জামায়াত কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব টিউবওয়েল বিতরণ করা হয়। উপজেলা আমির ক্বারী আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের প্রার্থী মোঃ মতিউর রহমান।
অনুষ্ঠানে মতিউর রহমান বলেন, “মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করা আমার দায়িত্ব মনে করি। বিশুদ্ধ পানির অভাবে মানুষের যে কষ্ট, তা আমি বিভিন্ন গ্রাম ঘুরে উপলব্ধি করেছি। তাই কারো কাছ থেকে চাওয়া ছাড়াই এসব পরিবারকে খুঁজে বের করে সাহায্যের হাত বাড়িয়েছি। শুধু টিউবওয়েল বিতরণই নয়, প্রতিটি টিউবওয়েল স্থাপনের যাবতীয় খরচও আমি নিজে বহন করছি।”
তিনি আরও বলেন, “আপনাদের ভালোবাসা ও দোয়া চাই। আল্লাহ যদি আমাকে সংসদ সদস্য হিসেবে সুযোগ দেন, তাহলে সেই পদমর্যাদার প্রতিটি সুযোগ-সুবিধা অসহায় মানুষের কল্যাণে ব্যয় করবো ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমান, উপজেলা শুরা সদস্য মোঃ লুৎফর রহমান এবং যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।