শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক সুনামগঞ্জের খবরের চতুর্দশ বর্ষপূর্তির আড্ডায় স্মৃতিচারণ ছাতকে থানা পুলিশের অভিযানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা গ্রেফতার  মাগুরা সদর উপজেলার আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরার বিডি ক্লিন একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার অভিযাত্রা সংগঠন মানিকছড়িতে সেনা অভিযানে মদ ও ইয়াবা উদ্ধার; আটক-১ ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারেটি গ্রুপের কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সংবর্ধনা প্রদান ভৈরব মাতালেন অপুলেন্ট ইন্টারন্যাশলএর ঔধধ খেয়ে রোগ ভালো হয় ক্রয়কৃত টাকা ফেরত পাওয়া যায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সোনার পাড়া এলাকায় গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা ৩১ দফা বাস্তবায়নের ধর্মপাশায় বিশাল জন সভা

ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

মোঃ রাহিমুল ইসলাম হৃদয় ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩১ সময় দেখুন

ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইওডিপি) স্কিমের অংশ হিসেবে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো: শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: জাহাঙ্গীর আলম এবং সহকারী শিক্ষা অফিসার তৌহিদা সিদ্দিকা।

বক্তব্য দেন আনোয়ারুল হক, সভাপতি, ভূরুঙ্গামারী প্রেসক্লাব; আনোয়ার হোসেন, সভাপতি, জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী; কাজি নিজাম, সাবেক শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিত্ব; বাবুল আক্তার, অধ্যক্ষ, সোনাহাট কলেজ; এবং কৃষিবিদ লুতফর রহমান, অধ্যক্ষ, বলদিয়া ডিগ্রি কলেজ।

অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পাস করা মোট ৪০ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। উল্লেখযোগ্য, এসএসসি পর্যায়ের শিক্ষার্থীরা প্রত্যেকে ১০,০০০ টাকা এবং এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীরা প্রত্যেকে ২৫,০০০ টাকা করে ব্যাংকের মাধ্যমে পেয়েছে।

শিক্ষার মান উন্নয়ন এবং ভবিষ্যতে আরও ভালো কিছু করার পরিকল্পনা নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি এস এম মনিরুজ্জামান, অভিভাবক, শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।

এ আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD