রাণীশংকৈলে ইয়াবসহ মাদক ব্যবসায়ী আটক
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রবিবার (২৭ জুলাই) বিকেলে ৩১পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলা হোসেনগাঁও ইউনিয়নের পদমপুর হাজীমোড় গ্রামের মৃত ময়েজ মন্ডলের ছেলে শফিকুল ইসলাম ওরফে শফি (৪৫)।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের পদমপুর হাজীমোড় গ্রামে আজ বিকাল সাড়ে তিনটার দিকে রানীশংকৈল থানা পুলিশের একটি টিম অভিযান চালায় এসময় মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম শফি কাছ থেকে ৩১ পিস নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওই সময় মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম শফি কে আটক করা হয়।তার বিরুদ্ধে থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।