রাজিবপুরে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পুড়ে ছাই
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের জাউনিয়ার চর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় আগুনে পুড়ে ছাই হয়েছে।
মঙ্গলবার (২২জিলাই)ভোররাতে আগুন লেগে পুড়ে যায় বলে এলাকাবাসী জানান।
তবে কিভাবে আগুনের সুত্রপাত কেউ বলতে পারেনি।
প্রত্যক্ষ দর্শী রানা মিয়া জানান,আগুন দেখে প্রথমে ত্রিপল নাম্বারে ফোন করি। সমাধান না হওয়ায়,মোটর সাইকেল নিয়ে ফায়ার সার্ভিস অফিসে খবর দেই। এসে দেখি পুড়ে ছাই।
উল্লেখ্য ২০১৬ইং সালে বিদ্যালয়টি স্থাপন করা হয়। বিল বেতন না হওয়ায় বিদ্যালয়টির শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে।
বিদ্যালয়টি বন্ধ থাকায় আশেপাশেের লোকজন বিদ্যালয়ের বারান্দায় খরকুটো রাখতো। প্রতিদিন সন্ধ্যায় মাদকসেবীরা মাদক সেবন করে বলে অভিযোগ রয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজুল ইসলাম জানান,আগুনে পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার হয়েছে।
আতাউর রহমান
০১৭১৬৩৪৩০৯৩