বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ জামাই শাশুড়ী গ্রেফতার
কুড়িগ্রামের রৌমারী থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১,০০৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১,৮২,৫০০ টাকা এবং দুটি মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২০ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটের দিকে রৌমারী থানাধীন যাদুরচর ইউনিয়নের চর লালকুড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লুৎফর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে আসামি মোছাঃ মর্জিনা খাতুনের (৪৩) বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ওই বাসা থেকে এক হাজার পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ এক লাখ বিরাশি হাজার পাঁচশত টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই মোছাঃ মর্জিনা খাতুন ও অপর সহযোগী মোঃ বাবুল মিয়া (৩২) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মোছাঃ মর্জিনা খাতুন, পিতা মৃত নুরুল ইসলাম, স্বামী মোঃ শমেস আলী, গ্রাম চর লালকুড়া এবং মোঃ বাবুল মিয়া, পিতা মোঃ সাখাওয়াত হোসেন, গ্রাম ধনারচর মধ্যপাড়া—উভয়ের বাড়ি রৌমারী থানার অন্তর্গত। সম্পর্কে জামাই শাশুড়ী।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, মাদক কারবারের সংসার আলী দীর্ঘদিন ধরে তার শ্বশুরবাড়ি থেকে মাদক কারবার করে আসছে গোপন সংবাদের বিরুদ্ধে তার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে আমরা এক হাজার পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদেরকে গ্রেফতার করে পরে আদালতের মাধ্যমে জেলা পাঠানো হয়।
আতাউর রহমান
০১৭১৬৩৪৩০৯৩