চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “সরকারের দুর্বলতার কারণেই ভারত বারবার বাংলা ভাষাভাষী নাগরিকদের বাংলাদেশে পুশ-ইন করছে।”
শনিবার (১৯ জুলাই) কুড়িগ্রামের রাজিবপুরে এক গণসমাবেশে তিনি আরও বলেন, দেশে খুন, ধর্ষণ, চাঁদাবাজিসহ নানা অপরাধ বেড়েছে। ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের দাবি এখনও বাস্তবায়ন হয়নি, বরং বৈষম্য আরও বেড়েছে।
তিনি দেশে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) নির্বাচনী ব্যবস্থা চালুর দাবি জানান এবং কুড়িগ্রাম-৪ আসনে ‘হাত পাখা’ প্রতীকের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসমাবেশে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।