শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
হাওর ও নদী রক্ষা আন্দোলন বাংলাবাজার  ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গঠন সিলেটে কিশোর গ্যাংলিডার বুলেট মামুন সহ তিন জনকে গ্রেফতার  করেছে পুলিশ কালিয়াকৈরে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণে মৃত্যু, গ্রেফতার-২ কুড়িগ্রামে পবিত্র কোরআন অবমাননা: অভিযুক্ত যুবকের বাড়ি ঘেরাও অপরাধ দমনে আপনাদের সবার সহযোগিতা চাই—অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ধোবাউড়ায় ভারতীয় ১৩০বোতল মদসহ ৩ মাদককারবারী আটক। শ্রীমঙ্গল থানায় একইসাথে সাবেক সার্কেলের বিদায় ও নবাগত সার্কেলের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত উপদেষ্টা ফাওজুল কবির মহাসড়ক পরিদর্শনে এসে নিজেই পড়ে গেলে যানজটে! ১২ কর্মকর্তাকে অফিস করা নির্দেশ মহাসড়কে তাহিরপুরে নারীদের নিয়ে যুবদল নেতা মাহবুবুর রহমানের উদ্যোগে উঠান বৈঠক লালপুরে সাইবার অপরাধীদের বিরুদ্ধে অভিযান, গ্রেফতার ১২

অতিরিক্ত বৃষ্টির কারনে কাচা সবজিও মুরগির দাম বেশী মধ্যবিত্ত পরিবারের ভোগান্তি

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৭৭ সময় দেখুন
অতিরিক্ত বৃষ্টির কারনে কাচা সবজিও মুরগির দাম বেশী মধ্যবিত্ত পরিবারের ভোগান্তি
অতিরিক্ত বৃষ্টির কারনে কাচা সবজিও মুরগির দাম বেশী মধ্যবিত্ত পরিবারের ভোগান্তি

গাজীপুর কালিয়াকৈর উপজেলা চন্দ্রা বাজারে ও কালিয়াকৈরে কাচা সবজির দাম বেশী থাকায় সাধারন মানুষের নানা ভোগান্তি কারন কয়েক দিন টানা বৃষ্টিতে সরবরাহ কম থাকায় সবজি ও মুরগির দাম বেড়েছে। দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টির প্রভাবে বাজারে শাক-সবজি ও মুরগির সরবরাহ কমে যাওয়ায় এসব পণ্যের দাম বেড়েছে। সবজি প্রতি কেজিতে ১০-১৫ টাকা করে বৃদ্ধি পেয়েছে।

রবিবার (১৩ জুলাই) কালিয়াকৈর বাজার ও চন্দ্রা কাঁচাবাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

সরবরাহ কম থাকায় মুরগির দাম বেড়েছে
বিক্রেতারা মোঃ সিয়াম বলছেন, কয়েকদিন ধরে বৃষ্টি থাকায় সরবরাহ কমেছে। এতে করে সবজির দাম বেড়েছে। মুরগির দামেও একই অবস্থা। আগের তুলনায় ক্রেতাও কমেছে বলে জানান তারা।

সরেজমিনে দেখা গেছে, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ টাকা এবং সোনালি জাতের মুরগির প্রতি কেজি ৩০০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া লাল ডিম ডজন ১২৫, সাদা ডিম ১১৫ টাকা করে বিক্রি হচ্ছে।

দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টির প্রভাবে বাজারে শাক-সবজির দাম বেড়েছে
সবজি বাজারে গিয়ে দেখা যায়, টমেটো প্রতি কেজি ১২০, বেগুন প্রকারভেদে ৮০ থেকে ১৪০ টাকা, বরবটি প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, পেঁপের কেজি ৩০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৪০ থেকে ৬০ টাকা, ঝিঙের কেজি ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, করলা ৬০ টাকা, কাঁচামরিচের কেজি ৩২০ টাকা, কুমড়া ৪০, পটল ৫০, কচুর মুখি প্রতি কেজি ৬০ করে বিক্রি হতে দেখা গেছে।

এদিকে সবজি ও মুরগির দাম বাড়াতে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। তারা বলেন, কিছুদিন দাম কম থাকলে আবার কেন জানি দাম বেড়ে যায়। দাম বাড়লে তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবার চলতে কষ্ট হয়।

লাল ডিম ডজন ১২৫, সাদা ডিম ১১৫ টাকা করে বিক্রি হচ্ছে
তারা আরও বলেন, আগে যেসব সবজি ১০ থেকে ২০ টাকা কমে কিনেছি, এখন সেগুলোর দাম বেড়েছে। ব্রয়লার মুরগি আগে ছিল ১৫০-১৬০, এখন আবার ১৭০ টাকা হয়ে গেছে। এভাবে চলতে থাকলে আমরা কিভাবে চলবো আমরা মধ্যবিত্ত পরিবার কিভাবে পরিবার চালাবো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD