ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কলেজের সব একাডেমিক কার্যক্রম ২২ জুন রোববার থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার অনুষ্ঠিত এক জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবাসিক শিক্ষার্থীদের আগামীকাল দুপুর ১২টার মধ্যে হোস্টেল ত্যাগ করতে হবে। তবে এমবিবিএস পেশাগত পরীক্ষায় অংশগ্রহণকারী ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ নির্দেশনার বাইরে থাকবেন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ক্লাস ও শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।
যদিও বন্ধের নির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি, তবে অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, শিক্ষার্থীদের চলমান আন্দোলন এবং ক্যাম্পাসের সাম্প্রতিক পরিস্থিতি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।