শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘরে পৌছে দিচ্ছি— মো: মাহবুবুর রহমান তদন্তে স্থবিরতা,  ৬ মাসেও মেলেনি প্রত্যাশার আত্মহত্যার রিপোর্ট ভোলাহাটে বিএনপি’র গণসংযোগ ও লিপলেট বিতরণ সাজাভুক্ত ২ আসামী গ্রেফতার” কোটে প্রেরণ করা হয়েছে মোহনগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে, বিএনপিকে জয়যুক্ত করতে হবে–মো: মাহবুবুর রহমান নড়াইলে পুলিশ সদস্যদের তিনদিন মেয়াদী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করলেন এসপি রবিউল ইসলাম ছাতকের ‘তারা বিলের’ মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত খুলনার বটিয়াঘাটায় দৈনিক ভোরের চেতনার সাংবাদিক এম হায়াত উদ্দিন   হত্যার প্রতিবাদে মানববন্ধন।

মাগুরার শ্রীপুরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক সেমিনার

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১২৭ সময় দেখুন
মাগুরার শ্রীপুরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক সেমিনার
মাগুরার শ্রীপুরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক সেমিনার

মাগুরার শ্রীপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল বুধবার সকালে উপজেলা প্রাণীসম্পদ অডিটোরিয়ামে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী। বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জাকির হোসেন, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ মামুন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল গণি ও মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক তাহেরা জেসমিন। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি ড.মুসাফির নজরুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোল্লা মিজানুর রহমান, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মহিদুল আলমসহ আরোও অনেকে। সেমিনারে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের প্রতিনিধি, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

এসময় সেমিনারে বক্তাগণ বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের বিষয়ে বলেন, বাংলাদেশের আদি ও ঐতিহ্যবাহী পেশাজীবী জনগোষ্ঠী কালের বিবর্তনে বিলুপ্তির পথে। আমাদের লোকজ পণ্য যেমন, বাঁশবেত শিল্পী, শতরঞ্জির কারিগর, কামার, কাসা ও পিতল, কুমোর, নাপিত পেশাজীবীরা বর্তমানে আর্থসামাজিক বিচারে এই প্রান্তিক শ্রেণিতে উপনিত হয়েছে।

এসডিজির লক্ষমাত্রা অর্জনে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে পাইলট ভিত্তিক এ প্রকল্পটি গ্রহন করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD