পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি–২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২০২৬ সালের জন্য পুনরায় ‘শ্রেষ্ঠ শিক্ষক’ স্বীকৃতি অর্জন করেছেন দিনাজপুর জেলার কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার বিজ্ঞান বিভাগের (বায়োলজি) শিক্ষক মো. রফিকুল ইসলাম।
শিক্ষাক্ষেত্রে নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের ফলাফল উন্নয়ন, আধুনিক ও সৃজনশীল পাঠদান পদ্ধতি এবং নৈতিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মো. রফিকুল ইসলাম একজন দক্ষ, দায়িত্বশীল ও আদর্শ শিক্ষক, যার পাঠদানে শিক্ষার্থীরা বিজ্ঞান শিক্ষায় আগ্রহী হয়ে উঠছে এবং নিয়মিত ভালো ফলাফল অর্জন করছে। তার এই অর্জন শুধু প্রতিষ্ঠান নয়, পুরো এলাকার জন্য গর্বের বিষয়।
এ সাফল্যে কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।