ছাতকে পৌর শহরের ৩নং ওয়ার্ডের তিন টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন পৌর বিএনপির আহবায়ক সামছু
ছাতকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পৌর শহরের ৩নং ওয়ার্ডের তিন টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন ছাতক পৌরসভা বিএনপির আহবায়ক শামছুর রহমান সামছু। তিনি ছাতক পৌর শহরের ৩ নং ওয়ার্ডের শ্রী শ্রী দুর্গা শিবা মন্দির পূজা মণ্ডপ, নোয়ারাই ভাগবৎ সংঘ পূজা মণ্ডপ দাস পাড়া, নাথ পাড়া পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এসময় তার সাথে ছাতক পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন’র পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন বিভিন্ন পূজা মণ্ডপের কমিটির নেতৃবৃন্দ কে।