শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম:
মৌলভীবাজারে মাওলানা আব্দুল আজিজ (রহ.) এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি–২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম দিনাজপুর-০২ আসনে ধানের শীষের প্রচারণায় ছাত্রদলের সমন্বয়কের দায়িত্ব পেলেন তাইয়েবুল ইসলাম নেত্রকোণা- ৪ প্রার্থীতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বীরগঞ্জে গলা কে*টে হ*ত্যা মামলায় বড় অগ্রগতি, র‍্যাবের অভিযানে খুলনা থেকে আসামি গ্রেফতার। গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র উপহার পেল পিছিয়ে পড়া জনগোষ্ঠী মৌলভীবাজারে বৃটেন প্রবাসী আজাদ হুসাইনের অর্থায়নে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ নড়াইলের কালিয়ায় ইট ভাটায় ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস’র নেতৃত্বে অভিযান ২ লাখ টাকা জরিমানা ইসলামী আন্দোলনের নেতা ইয়াবা সহ গ্রেফতার নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা

নন্দীগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত- ৩

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
  • আপডেটের সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ সময় দেখুন

নন্দীগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-

নন্দীগ্রামে মাধ্যমিক পর্যায়ে গ্রীষ্মকালীন ক্রীড়া ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ ৩জন গুরুত্বর আহত হওয়ার ঘটনা ঘটেছে। গুরুতর আহত হওয়া শিক্ষার্থীদের নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এবিষয়ে উপজেলা শিক্ষা অফিস বরাবর একটি লিখিত অভিযোগ করেন, মাঝগ্রাম এম.এ ফাজিল মাদ্রাসার সমাজবিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক আবু তালহা। অভিযোগে তিনি উল্লেখ করে বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসের আদেশে ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বাছাইপর্বে রবিবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় হাটকড়ই বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী বনাম হাটকড়ই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ৫০ মিনিটের খেলায় উভয় পক্ষের কোন গোল না হওয়ায় টাইব্রেকার এর মাধ্যমে হাটকড়ই উচ্চে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১-০ গোলে জয়লাভ করে। খেলা শেষে পরাজিত হয়ে আমার শিক্ষার্থী ও শিক্ষকগণ মাদরাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় হাটকড়ই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অতর্কিত হামলা করে। এর আগে খেলা চলাকালীন সময় উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে। একসময় তারা আমাদের শিক্ষার্থীদেও উপর আকস্মিক হামলা চালায়। হামলারা। এক পর্যায়ে আমরা আমাদের শিক্ষার্থীদের উদ্ধার করতে গেলে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর চড়াও হয় হেনস্থা ও মারপিট করে। এঘটনায় আমাদের ৩জন শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এছাড়াও শিক্ষকসহ অন্তত ১৫ শিক্ষার্থী মারপিটের শিকার হয়েছে। উক্ত বিষয় নিয়ে হাটকড়ই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকে নিকট অভিযোগ করলে তিনি কোনরুপ গুরুত্ব দেননি। এমতাবস্থায় উক্ত ঘটনার সঠিক বিচার চেয়ে শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দেন তিনি। এ বিষয়ে হাটকড়ই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিককের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, খেলাকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে বিষয়টি নিয়ে বসার জন্য তাদের ডাকলে তারা আসেন নাই। এবিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD