ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা ছুরতকে হাসপাতালে দেখতে গেলেন মিজানুর রহমান চৌধুরী।
ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা ছুরত বর্তমানে অসুস্থ হয়ে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী হাসপাতালে গিয়ে তার শারীরিক খোঁজখবর নেন। তিনি দীর্ঘ সময় রোগীর শয্যাপাশে অবস্থান করে চিকিৎসা বিষয়ে তথ্য নেন এবং আবু হুরায়রা ছুরতের দ্রুত আরোগ্য কামনা করেন।
এ সময় তিনি দলের নেতাকর্মী ও এলাকাবাসীর কাছে আবু হুরায়রা ছুরতের সুস্থতার জন্য দোয়া কামনা করেন।