মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈর কংক্রিট মিক্সার গাড়ির চাকায় পৃষ্ট হয়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু বেগম খালেদা জিযার রোগ মুক্তির কামনায় বিএনপির প্রার্থী আনিসুল হকের দোয়া ও আলোচনা সভা খালেদা জিয়ার সুস্থতা কামনায় কয়ছর এম আহমদ এর নির্দেশনায় জগন্নাথপুরে মিলাদ ও দোয়া মাহফিল কলকলিয়া ইউনিয়ন আনসার ভিডিপি ক্লাব সমিতির উদ্যোগে সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন উদ্দেশ্যমূলক অপপ্রচারের শিকার বাবুল মিয়া খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নাসিরনগরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত ঢাকা–১৯ আসনে বিএনপি প্রার্থী ডা. সালাউদ্দিন বাবু ভাইয়ের সমর্থনে লিফলেট বিতরণে মাঠে ছাত্রদল নেতা মোশারফ হিমেল জীবননগরে সীমান্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত সিটি প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মাইদুল ইসলাম বহিষ্কার নাগরপুরে উপজেলা কিন্ডারগার্টেন এর বৃত্তি পরিক্ষা  ২০২৫ অনুষ্ঠিত 

বীরগঞ্জে প্রথমবারের মতো আগাম জাতের ফুলকপি চাষে সফলতা

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি
  • আপডেটের সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ সময় দেখুন

বীরগঞ্জে প্রথমবারের মতো আগাম জাতের ফুলকপি চাষে সফলতা

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগর গ্রামে প্রথমবারের মতো আগাম জাতের ফুলকপি চাষ করে সফলতা পেয়েছেন স্থানীয় কৃষকরা। এ বছর তারা নতুন জাতের রত্ন, আর্লি স্পেশাল ও সার্মার হোয়াইট চাষ করেছেন এবং ফলনও আশানুরুপ হয়েছে।

বীরগঞ্জ উপজেলার ৮৫ হেক্টর জমিতে এই নতুন জাতের ফুলকপি চাষ করা হয়েছে। কৃষক মোঃ ফরিদ জানান, ইউটিউবে নতুন জাতের ফুলকপি সম্পর্কিত ভিডিও দেখে চাষের প্রতি আগ্রহ জন্মে। এরপর তিনি বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়ে বীজ সংগ্রহ করে চাষ শুরু করেন।

তিনি বলেন, ক্ষেতে কোনো প্রকার রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার হয়নি, শুধুমাত্র জৈব সার দিয়ে চারা রোপণ করেছি। ৭০-৭৫ দিনের মধ্যে গাছে ফুল দেখা দিতে শুরু করে। বর্তমানে আমরা এসব কপি বাজারে বিক্রি করতে শুরু করেছি।

বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম জানান, আগাম জাতের ফুলকপি ভেষজগুণসম্পন্ন একটি সবজি এবং স্বাদেও সাধারণ ফুলকপির তুলনায় অনেক ভালো। টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের সহায়তায় বীরগঞ্জে ৮৫ হেক্টর জমিতে ফুলকপি চাষ সম্প্রসারিত হয়েছে। প্রদর্শনী কৃষককে ফুলকপি সরাসরি প্রদর্শন ও সাহায্য করা হয়েছে।

তিনি আরও জানান, ফুলকপি আবাদ সম্প্রসারিত হলে কৃষকরা নিঃসন্দেহে লাভবান হবেন। আগামী বছর আরও অনেকে আগাম জাতের ফুলকপি চাষ করবেন। প্রতিনিয়ত পরিদর্শনে আসেন দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD