রানীশংকৈলে ভুয়া সাংবাদিক আকতারুলের দৌরাত্ম্য, অতিষ্ঠ সাধারণ মানুষ রানীশংকৈল উপজেলায় আকতারুল ইসলাম নামের এক ব্যক্তির ভুয়া সাংবাদিক পরিচয়ে নানা অনিয়ম ও হয়রানিতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ অনুযায়ী, করনাইট গ্রামের বাসিন্দা আকতারুলের নেই কোনো শিক্ষাগত যোগ্যতা। একসময় বিয়ে-শাদি ও বিভিন্ন অনুষ্ঠানে ভিডিও ধারণ করাই ছিল তার জীবিকা। কিন্তু গত কয়েক বছরে হঠাৎ করেই তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিতে শুরু করেন। এরপর থেকে বিভিন্ন অফিস-আদালতে প্রবেশ করে সাধারণ মানুষকে হয়রানি ও চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ধর্মগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারি ১৯ সেপ্টেম্বর রাতে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেন।
স্থানীয় অনেকেই জানান, আকতারুলের কোনো সাংবাদিকতা বিষয়ক জ্ঞান বা যোগ্যতা নেই। এমনকি তিনি সঠিকভাবে নিজের ঠিকানা লিখতেও অক্ষম। তারা বলেন, “যে ব্যক্তি কখনো স্কুলের গণ্ডি পেরোতে পারেনি, সে কিভাবে সাংবাদিক দাবি করে?”
রানীশংকৈল উপজেলা প্রেসক্লাবের সভাপতি হযরত আলী বলেন, “একজন সাংবাদিকের অন্তত স্নাতক ডিগ্রি থাকা জরুরি। অথচ আকতারুল শিক্ষা ও যোগ্যতা না থাকা সত্ত্বেও নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেয়। প্রশাসনের কাছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
অভিযোগের বিষয়ে আকতারুল ইসলামের বক্তব্য জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
রানীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, “তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”