জগন্নাথপুরে যুক্তরাজ্য ফেরত মীরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আখলুল করিম সংবর্ধিত
জগন্নাথপুরে যুক্তরাজ্য ফেরত মীরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আখলুল করিমকে ফুল দিয়ে স্বাগত জানানোর পাশাপাশি মোটরসাইকেল শোভাযাত্রা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক, মীরপুর ইউনিয়ন শাখা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমানে মীরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আখলুল করিম দীর্ঘ তিন মাস যুক্তরাজ্য সফর শেষে ১৮ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকালের ফ্লাইটে সিলেট এম এজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে দলীয় নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরন করেন। পরে তাকে শতশত নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাঁহার নিজ বাড়ী মীরপুর ইউনিয়ন এর রতিয়ারপাড়া গ্রামে নিয়ে যান। এখানে মীরপুর ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বেলা দুই ঘটিকার সময় মীরপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক এম এ নূর এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা যুবদলের সদস্য সচিব জুবেদ আলী লখন এর পরিচালনায় মোঃ আখলুল করিমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত ও এডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন ও সংবর্ধিত অতিথি মীরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আখলুল করিম।
আরো বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, হাজী মোঃ আব্দুস সোবহান হাজী সুহেল আহমদ খান টুনু, পাইলগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল আলীম, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ, দিলু মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ, মীরপুর ইউনিয়ন বিএনপির সদস্য নেওয়ার খান, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন ও সদস্য সচিব শামসুল ইসলাম জাবির।
অনুষ্ঠান এর শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাদেক আহমদ।
এসময় সহস্রাধিক দলীয় নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠান শেষে প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।