বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে সদর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩ নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত নাসিরনগরে বিস্ফোরক মামলায় ধরমন্ডল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার। বীরগঞ্জে উপজেলা ও দর্শনীয় স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান মৌলভীবাজারে ৩৬০ আউলিয়ায়ে কেরামের নামের তালিকা সংশোধন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির নেতা মোতাহার হোসেন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত” ছাতকের সিংচাপইড় ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ ও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ ও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭ সময় দেখুন

গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ ও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ ও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরের সামনে স্টেশনপাড়া ঐক্য পরিষদ ও স্টেশনপাড়ার চারটি জামাত যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

বক্তারা অভিযোগ করেন, স্টেশনপাড়ায় ব্যাচেলার বাসা ভাড়া নিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। একাধিকবার আটক হলেও প্রশাসনের মুচলেকায় তাদের ছেড়ে দেওয়ার পর পুনরায় একই কার্যকলাপে জড়ায়। মানববন্ধনে বক্তারা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান এবং মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি তোলেন।

তারা বলেন, মাদক একটি ভয়ঙ্কর সামাজিক ব্যাধি যা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে। পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নতুন প্রজন্মকে রক্ষা করার লক্ষ্যেই এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। পাশাপাশি সরকারকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং মাদক ব্যবসায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

স্টেশনপাড়া ঐক্য পরিষদের সভাপতি মো. খাদেমুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন—

উপদেষ্টা মো. তাজামুল হক

স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লি. সভাপতি মো. নাজমুল হুদা খাঁন রুবেল

সদস্য সচিব মুঃ জাহিদ হাসান মুক্তা

ব্যবসায়ী মো. জান মোহাম্মদ জানু

উপজেলা দূর্নীতি দমন কমিশন সভাপতি মো. আতিকুল ইসলাম আজম

উপজেলা দূর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মুঃ সারওয়ার জাহান সুমন

স্টেশন বাজার জামে মসজিদের ইমাম মো. আনোয়ার হোসাইন প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD