গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ ও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ ও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরের সামনে স্টেশনপাড়া ঐক্য পরিষদ ও স্টেশনপাড়ার চারটি জামাত যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
বক্তারা অভিযোগ করেন, স্টেশনপাড়ায় ব্যাচেলার বাসা ভাড়া নিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। একাধিকবার আটক হলেও প্রশাসনের মুচলেকায় তাদের ছেড়ে দেওয়ার পর পুনরায় একই কার্যকলাপে জড়ায়। মানববন্ধনে বক্তারা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান এবং মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি তোলেন।
তারা বলেন, মাদক একটি ভয়ঙ্কর সামাজিক ব্যাধি যা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে। পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নতুন প্রজন্মকে রক্ষা করার লক্ষ্যেই এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। পাশাপাশি সরকারকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং মাদক ব্যবসায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
স্টেশনপাড়া ঐক্য পরিষদের সভাপতি মো. খাদেমুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন—
উপদেষ্টা মো. তাজামুল হক
স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লি. সভাপতি মো. নাজমুল হুদা খাঁন রুবেল
সদস্য সচিব মুঃ জাহিদ হাসান মুক্তা
ব্যবসায়ী মো. জান মোহাম্মদ জানু
উপজেলা দূর্নীতি দমন কমিশন সভাপতি মো. আতিকুল ইসলাম আজম
উপজেলা দূর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মুঃ সারওয়ার জাহান সুমন
স্টেশন বাজার জামে মসজিদের ইমাম মো. আনোয়ার হোসাইন প্রমুখ।